ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউরোতে থাকছেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
ইউরোতে থাকছেন রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬’তে ইংল্যান্ড দলে থাকছেন ওয়েইন রুনি। এমনটিই জানিয়েছেন দলটির কোচ রয় হজসন।

তবে ইউরোপিয়ান এ আসরটিতে ইংলিশদের হয়ে অধিনায়কের একাদশে থাকার ব্যাপারে শঙ্কায় রয়েছেন হজসন।

 

গত ফেব্রুয়ারি থেকে হাঁটুর ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন রুনি। ফলে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মান ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা হয়নি তার।

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক রুনির পরিবর্তে অবশ্য অন্য স্ট্রাইকাররা দারুণ খেলেছেন। তাদের মধ্যে হ্যারি কেন ও তরুণ জেমি ভার্ডি গোলের দেখা পান। আর ড্যানিয়েল স্টুরিজ ও ড্যানি ওয়েলব্যাকও রয়েছেন ফর্মের তুঙ্গে।

এদিকে হজসন জানান, রুনি যদি ফিট থাকেন তবে ইংল্যান্ডের ২৩ সদস্যের দলে অবশ্যই থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।