ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বড় জয়ে বার্সার পরেই অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
বড় জয়ে বার্সার পরেই অ্যাতলেতিকো

ঢাকা: লা লিগার ম্যাচে ঘরের মাঠে বড় জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠে দিয়েগো সিমিওনের শিষ্যরা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বেতিসকে।

ভিসেন্তে দেল কালদেরনে ৫০ হাজারের বেশি দর্শকের সামনে জয় তুলে নেয় অ্যাতলেতিকো। আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে সিমিওন শিষ্যরা রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে অ্যাতলেতিকো। দলের হয়ে প্রথম গোলটি করেন ফার্নান্দো তোরেস। ম্যাচের ৩৭ মিনিটে লিড নেওয়া স্বাগতিকরা ৪২ মিনিটের মাথায় অ্যান্তোনি গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায়।

বিরতির পর খেলার ৬৫ মিনিটে গোল করেন হুয়ানফ্রান। তবে, ৭৯ মিনিটে রুবেন ক্যাস্ট্রোর গোলে ব্যবধান কমায় বেতিস ম্যাচের ৮১ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন অ্যাতলেতিকোর তারকা গ্রিজম্যান। পঞ্চম গোলটি করেন থমাস পার্টি। ফলে, ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের দলটি।

এ ম্যাচে জয়ের পর অ্যাতলেতিকোর পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭০। ৩১ ম্যাচে ২২ জয়ে সিমিওন শিষ্যরা টেবিলের দুইয়ে অবস্থান করছে। শীর্ষে রয়েছে বার্সেলোনা আর তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।