ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে শুরু ব্রাদার্সের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
জয় দিয়ে শুরু ব্রাদার্সের ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। উত্তরা বারিধারাকে ২-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয় কমলা জার্সিধারীরা।

 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (০২ এপ্রিল) ‘এ’ গ্রুপের খেলায় জয় পায় দলটি। ম্যাচের ৩২ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করেন মেজবাহ। তার জোরালো শট বারিধারার ডিফেন্ডার আরিফুলের গায়ে লেগে বাঁক বদলে জালে জড়ায়।

বিরতির আগে ১-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উত্তর বারিধারার ফয়সাল আহমেদ শিতুল। ফলে, দশ জনের দলে পরিণত হয় বারিধারা। ম্যাচের ৮৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের গোলে দ্বিতীয়বার এগিয়ে যায় গোপীবাগের দল ব্রাদার্স।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

রোববার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরের ম্যাচটিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় আবাহনীর প্রতিপক্ষ ফেনী সকার।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ০২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।