ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রাঙামাটিতে অনূর্ধ্ব-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
রাঙামাটিতে অনূর্ধ্ব-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে শুরু হলো অনুর্ধ্ব-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

 

জেলার চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে শনিবার (০২ এপ্রিল) বিকেল ৩টায় মনোজ্ঞ নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং।

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, সরকার পার্বত্যাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়ার উন্নয়নেও কাজ করে যাচ্ছে। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজ সুশৃঙ্খল ও মাদকমুক্ত পরিবেশে গড়ে উঠবে।

রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় রাঙামাটির ১৪টি দল নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।