ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাজি ধরার জেরে দেমিচেলিসের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বাজি ধরার জেরে দেমিচেলিসের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডে খেলোয়াড়দের ফুটবল কেন্দ্রিক বাজি ধরার বিন্দুমাত্র অনুমতি নেই। নিষিদ্ধ বলাটাই শ্রেয়।

এমন কাজে জড়ানোয় মার্টিন দেমিচেলিসকে জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

 

অভিযোগ উঠছে, ১২ বার এফ’র ই-৮ নিয়ম লঙ্ঘন করেছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার। এফএ তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে। গত ২২-২৮ জানুয়ারি এ সময়ে ফুটবল ম্যাচ নিয়ে দেমিচেলিসের বাজি ধরার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।

অবশ্য, অারোপিত জরিমানার (জরিমানার অঙ্কটা জানা যায়নি) বিরুদ্ধে ৫ এপ্রিলের মধ্যে আপিল করতে পারবেন ৩৫ বছর বয়সী এ অভিজ্ঞ সেন্টার ব্যাক।

ইংল্যান্ডে অবস্থান করা খেলোয়াড়দের বিশ্বব্যাপী যেকোনো ধরনের ফুটবল ম্যাচে বাজি ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এফএ’র ই-৮ নিয়ম অনুযায়ী, সরাসরি বা পরোক্ষভাবে কোনো খেলোয়াড় বাজিতে জড়াতে পারবে না অথবা কাউকে এ কাজে উদ্ধুদ্ধ করা বা শেখানোও নিষেধ।

তবে দেমিচেলিস বিশ্বাস করেন না যে, ফুটবল সূচি কেন্দ্রীক বাজি ধরে তিনি বড় কোনো অপরাধ করেছেন, কিংবা যোকোনো দৃষ্টিকোন থেকে ম্যাচ-ফিক্সিংয়ের সন্দেহে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।