ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালের বিপক্ষে ৫০০তম গোল চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
রিয়ালের বিপক্ষে ৫০০তম গোল চান মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে আগামী রোববার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আর ক্যাম্প ন্যু’তে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচটিতে ক্যারিয়ারের ৫০০তম গোল উপভোগ করতে চান লিওনেল মেসি।

 

গত মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করে আর্জেন্টিনার হয়ে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। আলবেসেলিস্তারাও জয় পায় ২-০ গোলে।

 

প্রীতি ম্যাচে গোল পাওয়ার পর মেসি জাতীয় দল ও বার্সার হয়ে বর্তমানে ৪৯৯ গোলের মালিক। আর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ‍জানান রিয়ালের বিপক্ষে মাইলফলক স্পর্শ করা এই গোলটি পেলে হবে বিষেশ কিছু।

মেসি বলেন, ‘রিয়ালের বিপক্ষে এমন একটি কীর্তি গড়তে পারাটা হবে দুর্দান্ত। সেই সঙ্গে দলের জয়ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।