ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির ক্রুইফ স্মরণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
মেসির ক্রুইফ স্মরণ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়োহান ক্রুইফের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করা সাবেক ডাচ কিংবদন্তি সম্পর্কে মেসি জানান, তিনি বার্সেলোনার ফুটবলারদের মানসিক ও কৌশলগত ব্যাপারগুলোর পরিবর্তন এনেছিলেন।



চিলির বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জয়ের পর মেসি তার ফেসবুক পেজে ক্রুইফের প্রতি শোক জানান। সেখানে বার্সার এই স্ট্রাইকার কিংবদন্তি ক্রুইফের পুরো ক্যারিয়ারকে সম্মান জানান।

মেসি জানান, ‘ক্রুইফ বিশ্বফুটবলে প্রভাব বিস্তারকারী একজন ব্যক্তি ছিলেন। আর তিনি বার্সার মানসিক ও খেলার ধরনের ব্যাপক পরিবর্তন আনেন। ’

তিনি আরও জানান, ‘বার্সার বর্তমান যে সফলতা, সেখানেও ক্রুইফের অবদান রয়েছে। তিনি ফুটবল সমর্থকদের প্রিয় একজন ছিলেন। বিশেষ করে তিনি বার্সা সমর্থকদের খুবই আপন ছিলেন। ’

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।