ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আসন্ন স্বাধীনতা কাপের ড্র ঘোষণা করেছে। এবারের আসরে নেই শেখ জামাল ও আরামবাগ।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী ও মোহামেডান দুই গ্রুপে থাকায় গ্রুপপর্বে দেখা হচ্ছে না তাদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ৩০ মার্চ এই আসর দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের ২০১৫-১৬ মৌসুম।

অংশগ্রহণকারী ১০ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

স্বাধীনতা কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। ২০১৪ সালে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সাদা কালো শিবির। তাদের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব।
 
এদিকে ‘বি’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র, টিম বিজেএমসি, গতবারের রানার্সআপ ফেনী সকার ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস।

১৫ দিনের জন্য এই টুর্নামেন্টের স্পন্সর হয়েছে কেএফসি।

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিদিন গ্রুপের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।