ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জমজমাট লড়াই হবে প্রাক-মৌসুম প্রস্তুতিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জমজমাট লড়াই হবে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ছবি: সংগৃহীত

ঢাকা: শেষের পথে ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুম। ইংলিশ, স্প্যানিশ, ইতালিয়ান, ফরাসি, জার্মান জায়ান্টরা মৌসুম শেষেই ব্যস্ত হয়ে পড়বেন নিজেদের নতুন মৌসুম নিয়ে।

তবে, তার আগেই জায়ান্ট ক্লাবগুলোর তারকা ফুটবলারদের নামতে হবে প্রাক-মৌসুম প্রস্তুতিতে।

প্রাক-মৌসুমের ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এবারের ইংলিশ লিগের চমক জাগানিয়া দল ‘কিং পাওয়ার’ খ্যাত লিচেস্টার সিটিও মাঠে নামবে।

বার্সার প্রতিপক্ষ হয়ে ইংলিশ প্রিমিয়ারের দল হিসেবে মাঠে থাকবে লিচেস্টার আর লিভারপুল। এছাড়া কাতালানদের আরেক প্রতিপক্ষ স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিক। ৩০ জুলাই আয়ারল্যান্ডের ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে গতবারের ট্রেবল জয়ী বার্সার মুখোমুখি হবে সেল্টিক। সুইডেনের ফ্রেন্ডস অ্যারেনায় বার্সার বিপক্ষে আগস্টের ৩ তারিখ লড়বে লিচেস্টার সিটি। আর ইউরোপিয়ান কোনো ভেন্যুতে ৬ আগস্ট কাতালানদের মুখোমুখি হবে লিভারপুল।

এদিকে, ২৭ জুলাই রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন। যুক্তরাষ্ট্রের ভেন্যুতে ৩০ জুলাই গতবারের ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে খেলতে হবে রিয়ালকে। আর ৩ আগস্ট নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়ালের আরেক প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

সংক্ষিপ্ত সূচি:
২৩ জুলাই: সেল্টিক বনাম লিচেস্টার সিটি

২৪ জুলাই: প্যারিস সেইন্ট-জার্মেইন বনাম ইন্টার মিলান

২৭ জুলাই: রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি
                বায়ার্ন মিউনিখ বনাম এসি মিলান
                লিভারপুল বনাম চেলসি

৩০ জুলাই: বার্সেলোনা বনাম সেল্টিক
               চেলসি বনাম রিয়াল মাদ্রিদ
               বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান
               লিভারপুল বনাম এসি মিলান
               পিএসজি বনাম লিচেস্টার সিটি

৩ আগস্ট: বার্সেলোনা বনাম লিচেস্টার সিটি
              বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ
              চেলসি বনাম এসি মিলান

৬ আগস্ট: লিভারপুল বনাম বার্সেলোনা

১৩ আগস্ট: সেল্টিক বনাম ইন্টার মিলান

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।