ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবল প্রেসিডেন্টের জেল চান রোমারিও

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
ফুটবল প্রেসিডেন্টের জেল চান রোমারিও

ঢাকা: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও মনে করেন, প্রথম সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিলের বিশাল পরাজয়ের দায়ে তাদের ফুটবল কর্তাদের কারাগারে পাঠানো উচিৎ।

রোমারিও বর্তমানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী এই আইনজীবী ফুটবলার বলেন, ‘বছরের পর বছর ধরে ফুটবলে আমাদের অধঃপতন ঘটেছে। আর এর জন্য দায়ী ফেডারেশনের অযোগ্য হর্তাকর্তারা। ’

বিভিন্ন ক্লাবের হয়ে ৪৪৯ ম্যাচে ৩০৯ গোল করা রোমারিও বলেন, ‘ফেডারেশনের মেধাহীন, অযোগ্য নেতারা বিলাশবহুল বক্সে বসে থাকেন। মিলিয়ন মিলিয়ন ডলার নিজেদের একাউন্টে জমা করেন দুর্নীতির মাধ্যমে। ’

দেশের হয়ে ৭০ ম্যাচে ৫৫ গোল করা রোমারিও জাতীয় দলের প্রেসিডেন্ট হোসে মারিয়া ম্যারিন এবং তার ডেপুটি মার্কো পোলো দেল নিরো প্রসঙ্গে বলেন, ‘তাদের দু’জনকেই জেলে পাঠানো উচিৎ। তারা দু’জনই দুর্নীতির সঙ্গে জড়িত। ’

ব্রাজিল ফুটবলের এমন করুণ পরিণতির জন্য ৪৮ বছর বয়সী আরো বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছি ফেডারেশনের হাস্যকর ও দাম্ভিক এসব মানুষের জন্য। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।