ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়েছে আর্জেন্টিনা: সাবেলা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
ইতিহাস গড়েছে আর্জেন্টিনা: সাবেলা ছবি: সংগৃহীত

ঢাকা: টাইব্রেকারে ডাচদের উড়িয়ে দুই যুগ পর বিশ্বকাপ ফাইনালের টিকেট পেয়েছে আলেহান্দ্রো সাবেলা’র দল আর্জেন্টিনা।   এতে দারুণ খুশি সাবেলা ও তার শিষ্যরা।



নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও ফলাফল দাঁড়ায় গোলশূন্য ড্র।

এরপর পেনাল্টিতে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মেসিদের দল দ্য আলবিসেলেস্তে (আর্জেন্টিনা ফুটবল দলের ডাকনাম)।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় রিও ডি জেনেরিও-এর মারাকানা স্টেডিয়ামে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা।  

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ আলেহান্দ্রো সাবেলা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমি বিভিন্ন কারণে খুব বেশি আনন্দিত। খেলোয়াড়, স্টাফ, আর্জেন্টিনার জনগণ, আমার পরিবারসহ যারা দলকে ভালো খেলতে উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞ। ’

‌‌‌উচ্ছ্বসিত সাবেলা বলেন, ‘আমি পরিবার, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও দেশটির মানুষের আনন্দ উদযাপনের জন্য দলকে এভাবে তৈরি করেছি। ‍আমরা ফাইনালে পৌঁছে নতুন ইতিহাস গড়েছি। ’

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।