ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নাইজেরিয়াকে ফিফার নিষেধাজ্ঞা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
নাইজেরিয়াকে ফিফার নিষেধাজ্ঞা

খেলোয়াড়দের বোনাস সংক্রান্ত জটিলতায় সরকারের হস্তক্ষেপের কারণে আর্ন্তজাতিক প্রতিযোগিতা থেকে নাইজেরিয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
 
নাইজেরিয়ান সরকার কর্তৃক সেদেশের ফুটবল ফেডারেশনের নেতাকে বহিষ্কার করার এ নিষেধাজ্ঞা জারি করা হলো।


 

এ নিষেধাজ্ঞা খুব শিগগিরই কার্যকর করা হবে বলে বুধবার ফিফা থেকে বলা হয়েছে। এর ফলে নাইজেরিয়ান দল এবং বোর্ড কোনো আর্ন্তজাতিক খেলা ও এ সংক্রান্ত সভায় অংশ নিতে পারবে না।

 এ সমস্যা সমাধানের জন্য ফিফা থেকে ১৫ জুলাই পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। তা না হলে আগস্টে কানাডায় অনুষ্ঠিত অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ থেকে তাদের বিরত রাখা হবে।


বিশ্বকাপে অংশ নিয়ে দেশে ফেরত আসার পর গত সপ্তাহে ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যামিনু মিগারিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং গ্রেফতার করে। খেলোয়াড়দের পাওনা নিয়ে দেশকে অসস্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য সরকারের পক্ষ থেকে ফেডারেশনকে দায়ি করা হয়।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং রাজনৈতিক আক্রোশ থেকে ফিফার তার ২০৯ সদস্যকে রক্ষা করা নিয়ম মতে ফিফার দায়িত্ব।

ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির জন্য সেদেশের সরকার ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে পরিপত্র জারি করেছে।

ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, যদি এ বহিষ্কাদেশ প্রত্যাহার করা হয় তাহলে এ নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।