ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা-হল্যান্ডের সম্ভাব্য যোদ্ধারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
আর্জেন্টিনা-হল্যান্ডের সম্ভাব্য যোদ্ধারা

প্রথম সেমিফাইনালের ব্রাজিলের ওপর দিয়ে বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ ফুটবল টর্নেডোর স্মৃতি এখনো ভুলতে পারেনি স্বাগতিকরাসহ গোটা ফুটবল বিশ্বের ব্রাজিল ভক্তরা। ওটা ছিলো ফোর্তালেজা শহরের স্টেডিয়ামে।



আজ রাতে আসরের অন্য সেমিফাইনালে সাও পাওলোতে এ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা হল্যান্ডের সঙ্গে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। এ ম্যাচেও কি কোনো টর্নেডো আঘাত হানবে? এমনই চিন্তাভাবনা হয়েতা ঘুরপাক খাচ্ছে মেসি ভক্তদের মনে!

পরিসংখ্যান কমবেশি দু’দলের পক্ষেই কথা বলছে। তবে মেসি-রোবেনরা উভয়ে চাইবে তাদের সেরাটা দিয়ে দলকে ফাইনালে নিয়ে যেতে। তবে খেলা শুরুর আগে সেমিতে আর্জেন্টিনা এবং হল্যান্ডের হয়ে যোদ্ধাদের সম্ভাব্য একাদশ দেওয়া হলো।  

আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারি (২), পাবলো জাবালেটা (৪), লুকাস বিগলিয়া (৬), সার্জিও আগুয়েরো (২০), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), জাভিয়ার মাসেরানো (১৪), এজেকুইয়েল ল্যাভেজ্জি (২২), হোসে বসন্ত (২৩), মার্টিন ডেমিচেলিস (১৫)।

কোচ: আলেসান্দ্রো সাবেলা।

হল্যান্ড সম্ভাব্য একাদশ
জেসপার সিলেসেন (১), রন ভলার (২), স্টেফেন ডি ভ্রিজ (৩), ব্রুনো মার্টিন্স ইন্ডি (৪), ড্যালে ব্লাইন্ড (৫), ওয়েসলি স্নেইডার (১০), অ্যারিয়েন রোবেন (১১), রবিন ফন পার্সি (৯), ডির্ক কুয়েট (১৫), জেওরজিনিও উইজনালডাম (২০), ম্যাম্পিস (২১)।

কোচ: লুই ফন গাল (নেদারল্যান্ডস)

এর আগে, দু’দলের ৮ বারের লড়াইয়ে চারবার জিতেছিল নেদারল্যান্ডস, মাত্র একবার শেষ হাসি হেসেছিল লাতিন আমেরিকানরা। তিনবার ড্র’তে হয়েছিল মীমাংসা।

তবে সেমিফাইনাল বলে আর্জেন্টিনার ‍আশার বাণী হলো, এর আগে চারবারের শেষ চারের লড়াইয়ে ভাগ্য প্রতারণা করেনি ম্যারাডোনা-মেসিদের দলের সঙ্গে, অর্থাৎ চারবারই জিতেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুইবার আবার শিরোপাও ঘরে তুলে নেয় লাতিন আমেরিকান এ পরাশক্তি।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।