ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সারা জীবন এই ক্ষত বইতে হবে: ফ্রেড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
সারা জীবন এই ক্ষত বইতে হবে: ফ্রেড

ঢাকা: বেলো হরিজেন্তে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জার্মানির কাছে শোচনীয় ৭-১ গোলে হার দিয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে ব্রাজিলের। দলের স্ট্রাইকার ফ্রেড মনে করেন, বড় ব্যাবধানের এই হারের ক্ষত তাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে।

দেশের হয়ে ৩৯ ম্যাচে ১৮ গোল করা ৩০ বছর বয়সী ফ্রেড বলেন, ‘আমার জীবনের সব থেকে বাজে ম্যাচ খেলেছি। দলের প্রত্যেক খেলোয়াড় এখন মর্মাহত। আমরা আমাদের খেলোয়াড়ি জীবনে সবচেয়ে খারাপ ম্যাচ খেলেছি, আর জার্মানি তাদের খেলোয়াড়ি জীবনে সবচেয়ে ভালো ম্যাচ খেলেছে। ’
ফ্লুমিন্সের হয়ে ৯৬ ম্যাচে ৬২ গোল করা ফ্রেড আরো বলেন, ‘আমরা এমন এক অবস্থায় এসেছি যে, এই কঠিন সময়ে দেশের সমর্থকদের পাশে পেতে চাইছি। আমরা হারের এই ক্ষত সইতে পারছি না। সারা জীবন এটা আমাদের বইতে হবে। ’

২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের সিলভার বুট জেতা ফ্রেড নিজেদের স্বপ্ন ভঙ্গের কথা জানালেন এভাবে, ‘আমরা বুঝতে চেষ্টা করেছি, কি ঘটেছে। ছয় মিনিটের ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। আমরা সকল ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ৯ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।