ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টুইটে রেকর্ড গড়লো ব্রাজিল-জার্মানি ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
টুইটে রেকর্ড গড়লো ব্রাজিল-জার্মানি ম্যাচ

ঢাকা: অনেক রেকর্ডের জন্ম দেওয়া এবারের বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল ম্যাচ রেকর্ড গড়েছে টুইটারেও। গতকালের ম্যাচে যে কোনো খেলার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক টুইট করা হয়েছে।



সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ব্রাজিল-জার্মানি ম্যাচ নিয়ে ৩ কোটি ৫৬ লাখ হাজার টুইট করা হয়েছে। যেটা একদিনের কোনো খেলায় সর্বোচ্চ টুইট। সান ফ্রান্সিসকের একটি কোম্পানি ডাটা স্টাফ এ তথ্য দিয়েছে।

এর আগের রেকর্ডটি ছিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ম্যাচে ২ কোটি ৪৯ লাখ। এটা প্রমাণ করে ফুটবল কতটা ভালোবোসেন বিশ্ববাসী।

এছাড়া জার্মান মিডফিল্ডার খেদিরার ৫ম গোল অর্থাৎ ২৯ মিনিট পর্যন্ত প্রতি মিনিটে টুইট হয়েছে ৫৮ লাখ ১৬৬টি, যেটা আরেকটি রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।