ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ড্রেসিং রুমে অবহেলিত কাফু

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
ড্রেসিং রুমে অবহেলিত কাফু

ঢাকা: ব্রাজিলের কিংবদন্তি সাবেক তারকা ফুটবলার কাফুকে ব্রাজিলের ড্রেসিং রুমে প্রবেশের দায়ে অপমান করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ঘটনাটি ঘটেছে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে স্বাগতিকদের পরাজয়ের পর।



দেশের হয়ে ১৪২ ম্যাচ খেলা কাফু ম্যাচ শেষে ব্রাজিলের ড্রেসিং রুমে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল দলের খেলোয়াড়দের সান্ত্বনা দেয়া। তিনি বলেছেন, ‘দলের প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন ড্রেসিং রুমে আমাকে দেখে বলেছেন, আমরা অপরিচিত কোনো মানুষকে ড্রেসিং রুমে দেখতে চাইনা। ’

৪৪ বছর বয়সী ব্রাজিলের সাবেক এই রাইটব্যাক আরো বলেন, ‘আমি মারিয়াকে বলেছিলাম যে, আমি অপরিচিত কোনো মানুষ নই। আমি এখানে এসেছি শুধুমাত্র খেলোয়াড়দের আলিঙ্গন করতে। তাদের পাশে থেকে তাদের স্বস্তি দিতে চেয়েছি। আমি তাদের সঙ্গে বেশি কথা বলতে চাইনা। আমার মনে হয়েছে তাদের কিছুটা সমর্থন দরকার। আর এজন্যই আমি এখানে এসেছি। ’

বিভিন্ন ক্লাবের হয়ে ৪৫২ ম্যাচ খেলা কাফুকে এরপরও ড্রেসিং রুম ত্যাগ করতে বলা হয়। তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি তাদের মাধ্যমে এভাবে ড্রেসিং রুম থেকে বহিস্কৃত হয়ে। ’

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ব্রাজিল খেলবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের ম্যাচের পরাজিত দলের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ৯ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।