ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার ইতিহাস স্মরণ করা উচিৎ ব্রাজিলের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
আর্জেন্টিনার ইতিহাস স্মরণ করা উচিৎ ব্রাজিলের

ঢাকা: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা মনে করেন জার্মানির বিপক্ষে সেমিফাইনালে লড়ার আগে ব্রাজিলকে আর্জেন্টিনার ইতিহাসকে স্মরণ করা দরকার।

স্বাগতিক ব্রাজিল বিশ্বকাপের এ ম্যাচ থেকে দলে পাচ্ছেনা অধিনায়ক থিয়াগো সিলভা এবং ফরোয়ার্ড নেইমারকে।

নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না সিলভা। আর চোটের কারণে আসর থেকেই ছিটকে পড়েছেন নেইমার।

এমন অবস্থায় ম্যারাডোনা তাদের মনে করিয়ে দিয়েছেন ১৯৯০ সালের ৮ জুলাইকে। ২৪ বছর আগে আজকের এ দিনে বিশ্বশিরোপার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা ও জার্মানি। সে ম্যাচে ১-০ গোলে হেরে লুথার ম্যাথুজদের কাছে শিরোপা হাতছাড়া করেছিল ম্যারাডোনা বাহিনী।

সে ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোযাড়দেরকে দলে পায়নি আর্জেন্টিনা। ম্যারাডোনা বলেন, ‘ক্লদিও ক্যানিজিয়া এবং রিকার্ডো গুইস্তি নিষেধাজ্ঞার জন্য দলে ছিলেন না। আমরা প্রথম একাদশের চারজন খেলোয়াড়কে ইনজুরি এবং কার্ডের নিষেধাজ্ঞার কারণে পাইনি। ’

নব্বইয়ের আর্জেন্টিনার অধিনায়ক আরো বলেন, ‘এরপরও আমরা সে ম্যাচে বাঘের মতো খেলেছিলাম। ম্যাচের ৬৫ মিনিটে মেক্সিকান রেফারি এদকার্দো কোদেসাল জার্মানির জার্গেন ক্লিন্সম্যানের একটি ডাইভকে ফাউল মনে করে আমাদের ডিফেন্ডার পেদ্রো মনজনকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। ’

ম্যাচের ৮৭ মিনিটে হলুদ কার্ড দেখা ম্যারাডোনা বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নয় জনের দল নিয়ে খেলা শেষ করি। কারণ রেফারি গুস্তাভো ডেজোত্তিকেও লাল কার্ড দেখান। জার্মানি একটি পেনাল্টি পায়, যেটি ছিল বিতর্কিত। অবশেষে আমরা হেরেছি। ’

বেলো হরিজোন্তেতে আর্জেন্টিনার মতো বিপদে থেকে মাঠে নামার অপেক্ষায় থাকা ব্রাজিলকে ম্যারাডোনা বলেন, ‘আপনি যখন এরকম অবস্থায় পড়বেন, তখন আপনাকে সব ঢেলে দিয়ে লড়তে হবে। ব্রাজিলের উচিৎ আর্জেন্টিনার সেই সময়টাকে মনে করা। মাঠে তাদের সব কিছু দিয়ে আপ্রান চেষ্টা করতে হবে। দেখাতে হবে তারা এ অবস্থায়ও মরণপন লড়াই করতে প্রস্তুত। ’

ম্যারাডোনা ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালের ইতিহাসকেও মনে করিয়ে দিয়েছেন ব্রাজিল ফুটবল দলকে। তিনি বলেন, ‘২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানি এবং ব্রাজিল মুখোমুখি হয়েছিল। জার্মানির মাইকেল বালাক নিষেধাজ্ঞা থাকার কারণে সে ম্যাচে মাঠে নামতে পারেন নি। ব্রাজিল সে ফাইনালটি জিতে নেয় ২-০ গোলে। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ৮ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।