ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার ছাড়াই বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
নেইমার ছাড়াই বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ঢাকা: সাবেক ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার রোনাল্ডো মনে করেন নেইমার ছাড়াই বিশ্বকাপ জিতবে ব্রাজিল।

২০০২ বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিপক্ষে দুই গোল করা রোনাল্ডো বলেন, এটা ভাবার কোনো প্রশ্ন নেই যে নেইমারের না থাকা ও গোল নিয়ে ব্রাজিল সমস্যায় থাকবে।

বিশ্বকাপে এটা হতে যাচ্ছে অন্যতম বড় ম্যাচ। তবে ব্রাজিল যে কোনো দলের বিপক্ষেই বিশ্বকাপে সব সময় ফেভারিট।


তিনি আরও বলেন,  আমি নিশ্চিত নেইমারের পরিবর্তে যিনি খেলতে নামবেন তিনি নেইমারের না থাকার অভাব ভুলিয়ে দিতে সংকল্পবদ্ধ। নেইমারের অনুপস্থিতি তিনি বুঝতে দেবেন না।

কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মেরুদণ্ডে মারাক্তক আঘাত পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিল সুপারস্টার নেইমারের।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।