ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রয়োজনে জার্মানিকে কুৎসিত ম্যাচ খেলার পরামর্শ!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
প্রয়োজনে জার্মানিকে কুৎসিত ম্যাচ খেলার পরামর্শ!

ঢাকা: জার্মানির কিংবদন্তি ফুটবলার লুথার ম্যাথুস বিশ্বাস করেন ব্রাজিল বিশ্বকাপে জার্মানি ফেভারিট হিসেবেই শিরোপা ঘরে নিয়ে যাবে। তার মতে এজন্য প্রয়োজন হলে কুৎসিত ম্যাচও খেলতে হবে তার দেশকে।



টুর্নামেন্টে পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে দুরন্তভাবে শুরু করেছিল জার্মানি। কোয়ার্টার ফাইনালে জোয়াকিম লো’র শিষ্যরা আরেক ফেভারিট ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিলের।

ফিফা ডট কম’কে দেয়া এক বিবৃতিতে ম্যাথুস বলেন, ‘যদি আপনি শিরোপা জিততে চান, তাহলে অবশ্যই ম্যাচ জিততে হবে। এ জন্য প্রয়োজন হলে কুৎসিতভাবে খেলতে হবে। আগের অনেক বিশ্বকাপে এমন খেলা ঘটতে দেখেছি। ’

দেশের হয়ে ১৫০টি ম্যাচ খেলা ম্যাথুস আরো বলেন, ‘আমরা গত আট বছরে অনেক সুযোগ নষ্ট করেছি টেকনিক্যালি ম্যাচ খেলতে গিয়ে। আর এবারে আপনি এমনটি আশা করবেন না জার্মানির কাছ থেকে। ’

৫৩ বছর বয়সী জার্মানির সাবেক এই মিডফিল্ডার চলতি বিশ্বকাপে জার্মানির অবস্থান নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আমরা এখনও গত দুইবারের মতো আকর্ষনীয় ফুটবল উপহার দিতে পারিনি। আর সুন্দর ফুটবল উপহার দিতে গেলে বিশ্বশিরোপা জেতা হবে না। ’

সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে কেমন ফুটবল খেলবে তার দেশ, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি ব্রাজিলের বিপক্ষে খুব কঠিন হবে ম্যাচটি। তবে আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমরা ২-১ গোলে ম্যাচটি জিতব। ’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ৭ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।