ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

মেসির পর ইয়ামালকেই সেরা মানেন গাভি-ফ্লিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
মেসির পর ইয়ামালকেই সেরা মানেন গাভি-ফ্লিক ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসি ইউরোপে শ্রেষ্ঠত্ব দেখিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। জিতেছেন বিশ্বকাপও।

সেরাদের কাতারে সবা ওপরে তারই নাম নেবে সবাই। কিন্তু তার পরেই সেরা হিসেবে লামিনে ইয়ামালকে মানেন গাভি ও বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

বার্সেলোনার হয়ে চমক দেখাচ্ছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রতি ম্যাচেই আলো চড়াচ্ছেন তিনি। স্পেনের হয়ে গত আসরে ইউরো জেতা এই তারকা ছিলেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকার সেরা আটে। সবকিছু মিলিয়ে বর্তমান বিশ্বের তরুণ প্লেয়ারদের মধ্যে সেরাদের কাতারেই থাকবেন তিনি। যে কারণে আর্জেন্টাইন কিংবদন্তির পরই তার নাম রয়েছে বলে দাবি করেন গাভি।

রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর গাভিকে প্রশ্ন করা হয়, ইয়ামাল কি বিশ্বসেরা ফুটবলার হয়েছেন কিনা? জবাবে বার্সা মিডফিল্ডার বলেন, ‘হ্যাঁ, সে সেরাই’ পরে আবার বলেন, “ওয়েল, লিওনেল মেসির পর, মেসির পর সে (ইয়ামাল) সেরা। ’

গাভির উত্তরে একমত পোষণ করেন ফ্লিকও। বার্সা কোচ গাভির এই বক্তব্যকে বিচার করেন বলেন, ‘আপনারা জানেন, গাভি একটু আবেগপ্রবণ। কাজেই আমিও বলছি, হ্যাঁ (মেসির পর ইয়ামাল সেরা)। এটা তো সবাই দেখতেই পাচ্ছে। সাধারণত বড় ম্যাচগুলিতেই বড় প্রতিভা ফুটে ওঠে এবং সে (ইয়ামাল) এটি এর মধ্যেই অনেকবার দেখিয়েছে। সে খুব ভালো পথেই আছে। তবে তার যত্ন নিতে হবে আমাদের। ’

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।