ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপে জমে উঠেছে ‘এ’ গ্রুপের লড়াই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
ফেডারেশন কাপে জমে উঠেছে ‘এ’ গ্রুপের লড়াই ছবি: বাফুফে

ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আজ ব্রাদার্সের মুখোমুখি হয় ফর্টিস এফসি। তবে টেবিল টপারদের হারিয়ে আসর জমিয়ে দিয়েছে ব্রাদার্স।

একই সঙ্গে নতুন মৌসুমে ফর্টিসের অপরাজেয় যাত্রায় ছেদ টানল তারা। গ্রুপের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার দাবি জানিয়ে রেখেছে বাংলাদেশ পুলিশ এফসি।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ। ম্যাচের ৪২ মিনিটে স্পট কিকে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন মো. ইমন। দ্বিতীয়ার্ধেও এক গোলের লিড ধরে মাঠ ছাড়ার কাছাকাছিই ছিল দলটি। কিন্তু ৮৪ ও ৮৬ মিনিটে দুই গোল হজম করে প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয় শাহাদাত হোসেনের দল।

পুলিশের হয়ে সমতা টানের মান্নাফ রাব্বি। এরপর জয়সূচক গোলটি আসে মো. এসানুর রহমানের পা থেকে। এক মাস আগে প্রিমিয়ার লিগের খেলায় এই ওয়ান্ডারার্সের বিপক্ষেই ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল মো. মাহবুবুল হক জোয়েলের পুলিশ এফসি।  

একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফর্টিসকে ১-০ গোলে হারায় ব্রাদার্স। একমাত্র জয়সূচক গোলটি করেন মো. কায়সার আলী রাব্বী। এর আগে গত ৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগের খেলায় ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছিল ব্রাদার্স। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয় ব্রদার্স-ফর্টিস। ওই তিনবারের দেখায় জিততে পারেনি কেউ। তবে ফেড কাপে প্রথম দেখাতেই এগিয়ে গেল ব্রাদার্স।

মিয়ার লিগে উড়তে থাকা ব্রাদার্স ফেডারেশন কাপেও ফিরল জয়ে। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-০ গোলে হারের পর আগের ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্রাদার্স জেতে ৮-০ গোলে। আর মঙ্গলবার তো তারা হারিয়ে দেয় গত মৌসুমে লিগ টেবিলের ওপরের দিকে থাকা ফর্টিসকে।

খেলার শুরুর তৃতীয় মিনিটেই গোল পেতে পারত ব্রাদার্স। বা পাসের কর্নারের কাছ থেবে রাব্বীর ক্রস গোলমুখে ঠিকঠাক রিসিভ করতে পারেননি এলিটা কিংসলে। ফিরতি শটে রাব্বিও বল রাখতে পারননি অন টার্গেটে।  

ষষ্ঠ মিনিটে মাঝমকাঠ থেকে রহমত মিয়ার দূরপাল্লার শট অল্পের জন্য খুজে পায়নি ফর্টিসের জাল। শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ফিস্ট করে বল ক্লিয়ার করেন সরোয়ার জাহান। অষ্টম মিনিটে সাজেদ হাসান জুম্মনের আক্রমণ প্রতিহত হয় ব্রাদার্সের রক্ষণের সামনে। তবে ২১ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় ফর্টিস। ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরির দারুণ ফ্রি কিক থেকে গোলমুখ থেকে বলে হেড নিতে পারেননি ওমর সার। ঠিকঠাক হেড নিলে ফাকা জালে সহজেই বল জড়াতে পারতেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।

২৬ মিনিটে সাজেদ হোসেনের পাস থেকে আবারও সৃযোগ হাতছাড়া করেন ওমর সার। গোলমুখের সামনে থেকে তার শট আটকে দেন ব্রাদার্সের এক ডিফেন্ডার।  

ফর্টিসের আক্রমণের পর হঠাৎই ম্যাচে এগিয়ে যায় ব্রাদার্স। ৩৬ মিনিটে ফর্টিসের মাজহারুলে কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণের সুর বেধে দেন শেখ সেনে। এরপর বল নিয়ে ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন সাজ্জাদ হোসেন; পাস বাড়ান রাব্বীর কাছে। গোলমুখের সামনে থেকে আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে যায় ব্রাদার্স। এরপর একাধিক চেষ্টা করেও আর ম্যাচ ফিরতে পারেনি ফর্টিস। এক গোলের পরাজয় মেনেই মাঠ ছাড়ে ফেড কাপে উড়তে থাকা ক্লাবটি।  

হেরেও অবশ্য ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে ফর্টিস। ৪ খেলায় দুই জয় এক হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট ক্লাবটির। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ব্রাদার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে এই গ্রুপ থেকে টেবিলের চারে পুলিশ এফসি। এখনও কোনো ম্যাচ জিততে না পারায় পয়েন্ট পায়নি ওয়ান্ডারার্স।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।