ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে শেষ ষোলোয় ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে শেষ ষোলোয় ইউনাইটেড ছবি: সংগৃহীত

প্রথমার্ধে গোলশূন্য লড়াই শেষে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি আর্সেনাল।

তবে বাকি সময় ইউনাইটেডকে ১০ জনের দল পেয়েও গোল করতে পারেনি তারা। এরপর অতিরিক্ত সময়ে ড্রয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্যবধান গড়ে দেয় ইউনাইটেড।  

এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে আর্সেনালের সঙ্গে ড্র করে ইউনাইটেড। অতিরিক্ত সময়েও থাকে এই ফলাফল। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে এফএ কাপের শেষ ষোলো নিশ্চিত করে আমুরির দল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে আক্রমণে গিয়ে আলেহান্দ্রো গার্নাচো খুঁজে নেন ব্রুনো ফের্নান্দেসকে। একজনকে কাটিয়ে সহজেই জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা। নয় মিনিট পর মিকেল মেরিনোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডের দিয়েগো দালতকে।  

দশ জনের ইউনাইটেডের বিপক্ষে সুযোগ নিতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ৬৩তম মিনিটে তাদের এগিয়ে নেন গাব্রিয়েল মাগালেস। ইউনাইটেডের বক্সের মধ্যে জটলায় বল খুঁজে নিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। কিছুক্ষণ পর এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্সেনাল। প্রতিপক্ষেরে বক্সে কাই হাভার্টজকে ফাউল করেন ম্যাগুইয়ার। পেনাল্টি পায় গানার্সরা। কিন্তু মার্টিন ওডেগার্ডের স্পট কিক ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক।

পরে আর এগোতে পারেনি আর্সেনাল। একই দশা হয় ইউনাইটেডেরও। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ড্র হলে আসে টাইব্রেকারের সময়। পেনাল্টি শুটআউটে ইউনাইটেড পাঁচ শটের সবগুলোই জালে পাঠায়। আর্সেনাল সফল হয় তিনটিতে; কাই হাভার্টজের দুর্বল শট ঠেকিয়ে দেন বায়িনদির। আর বিজয়ের উল্লাসে মাতে আমুরির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।