ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

সিএসডির রায়, খেলতে পারবেন বার্সার ওলমো ও ভিক্তর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
সিএসডির রায়, খেলতে পারবেন বার্সার ওলমো ও ভিক্তর ছবি: সংগৃহীত

দানি ওলমো ও পাউ ভিক্তরের নিবন্ধন নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। সেই শঙ্কা অবশেষে কেটে গেছে।

লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে বার্সেলোনার মামলা বিশ্লেষণ প্রক্রিয়া চলমান থাকায় এই দুজনকে অস্থায়ী নিবন্ধন দিয়েছে সিএসডি।

স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত তথা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) গতকাল জানায়, মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বার্সেলোনা ওলমো ও ভিক্তরকে খেলাতে পারবে। গ্রীষ্মকালীন দলবদলে এই দুজনকে দলে টানে বার্সেলোনা। এরপর লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্য তাদের নিবন্ধন করাতে পেরেছিল তারা।

পরবর্তী ভাগের জন্য তাদের নিবন্ধন করতে আবেদন করলে সেটি খারিজ করে দেয় বার্সেলোনার আদালত। লিগ থেকে জানানো হয়, প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণ করা হয়নি বলে এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। ফের বার্সেলোনা আবেদন করলেও সেটি প্রত্যাখ্যান করে লা লিগা। তারা জানায়, নিজেদের ব্যয়ের সীমা বাড়ানোর জন্য বার্সা প্রয়োজনীয় ডকুমেন্টস দিলেও ওলমো ও ভিক্তরের জন্য তা দেরি হয়ে গেছে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে লা লিগার সিদ্ধান্তের বিরুদ্ধে সিএসডিতে আপিল করে বার্সা। অবশেষে এলো তাদের খেলার রায়। এই দুজন খেলতে পারেন স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।