ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে ‘ছেড়ে’ দিয়ে সালাহকে ‘ভেড়াতে’ চায় আল হিলাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
নেইমারকে ‘ছেড়ে’ দিয়ে সালাহকে ‘ভেড়াতে’ চায় আল হিলাল

ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে একত্রিত হওয়ার গুঞ্জন চলছে নেইমার জুনিয়রের। এরই মধ্যে তাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে সৌদি ক্লাব আল হিলালের।

ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তি করাকে ‘ভুল’ হিসেবে দেখছে তারা।  

নেইমারের বদলি হিসেবে লিভারপুল তারকা মোহামেদ সালাহকে আনতে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবটি। সংবাদমাধ্যম ‘এএস’র প্রতিবেদন বলছে, নেইমারকে দলে ভেড়ানো ‘ভুল’ মনে করছে আল হিলাল। তার বদলে ক্লাবের নতুন সুপারস্টার সালাহকে ভেড়াতে যাচ্ছে ক্লাবটি।  

এদিকে সালাহও চাচ্ছেন মধ্যপ্রাচ্যে আসার জন্য। লিভারপুলে তার অবস্থান খুব একটা শক্ত নয় এখন। যে কারণে এদিকে ঝুঁকছেন মিশরের এই ফরেয়ার্ড। এদিকে গুঞ্জন চলছে নেইমারও থাকতে চান না সৌদি ক্লাবটিতে। তিনি যোগ দিতে চাচ্ছেন ইন্টার মায়ামিতে। বার্সেলোনার পুরোনো সতীর্থদের সঙ্গে মিলিত হতে চান ব্রাজিলিয়ান এই তারকা।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।