ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

এভাবেই শুরু করতে চেয়েছিলেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এভাবেই শুরু করতে চেয়েছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক

গত বছরের শেষটা একদমই ভালো হয়নি বার্সেলোনার। তবে নতুন বছরের শুরুটা তারা করেছে দুর্দান্ত এক জয় দিয়ে।

কোপা দেল রে’র শেষ ৩২ রাউন্ডে বারবাস্ত্রোকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। এমনভাবেই নতুন বছরে পা রাখতে চেয়েছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

গ্রিমনিতে বার্সাকে ২১তম মিনিটে এগিয়ে দেন এরিক গার্সিয়া। পরে বিরতির আগে ও পরে দুই গোল করেন রবের্ত লেভানদোভস্কি। ৫৬তম মিনিটে  দলের শেষ গোলটি আসে পাবলো তোরের কাছ থেকে।

জয়ের পর ফ্লিক বলেন, ‘আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে অবস্থায় ছিলাম, তাতে বছরের শুরুটা এভাবেই করতে হতো। রক্ষণে খুবই দৃঢ় ছিলাম আমরা। প্রতিপক্ষকে কোনো সুযোগ দিইনি। ’

দানি ওলমো ও পাউ ভিক্তোরের রেজিস্ট্রেশন জটিলতা নিয়ে এখনো ঝামেলার মধ্যে রয়েছে বার্সা। তবে ড্রেসিংরুমের পরিবেশেও তা খুব একটা প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন ফ্লিক।

তিনি বলেন, ‘সবাই চায় দানি ওলমো ও পাউ ভিক্তোর ফিরে আসুক। আমরা মনোযোগী হয়ে খেলেছি এবং ভালো খেলেছি। এই পরিস্থিতির কারণে দলকে ভুগতে দেখিনি। আমরা পেশাদার এবং খেলোয়াড়রা ভালো করেছে।

‘আমাদের পেশাদার হতে হবে এবং দানি ওলমো ও পাউ ভিক্তোরের পরিস্থিতি মেনে নিতে হবে। আমি চেষ্টা করছি, সেটা যেন দলের পারফরম্যান্সে প্রভাব না ফেলে। ’


বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।