ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

৫ ম্যাচ পর জয়ে ফিরলো সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
৫ ম্যাচ পর জয়ে ফিরলো সিটি গোলের পর সাভিনিওকে ঘিরে সতীর্থদের উল্লাস/ছবি: সংগৃহীত

টানা ৫ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে হাসি ফিরলো ম্যানচেস্টার সিটি শিবিরে। দলের এই দুঃসময় কাটালেন সাভিনিও ও আর্লিং হালান্ড।

কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এর মধ্যে প্রথম গোলটি করেন সাভিনিও। ব্রাজিলিয়ান উইঙ্গারের এটি মৌসুমের প্রথম গোল। এরপর তার অ্যাসিস্টে গোল করেন হালান্ড।

প্রতিপক্ষের মাঠে প্রথম সুযোগটি পায় সিটি। সপ্তম মিনিটে জোরালো শট নিয়েছিলেন হালান্ড। কিন্তু দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন লেস্টারের গোলকিপার জ্যাকুব সোলারজিক। ১৯তম মিনিটে সিটির ত্রাণকর্তা হয়ে আসেন তাদের গোলকিপার স্তেফান ওর্তেগা। সিটির ডিফেন্ডার জস্কো ভার্দিওলের ভুলে বল পেয়ে যান জেমি ভার্ডি। এরপর তার শট বাঁদিকে ঝাঁপিয়ে ফেরান সিটি গোলকিপার।

এর মাত্র দুই মিনিট পরেই এগিয়ে যায় সিটি। যদিও ফোডেনের শট কোনোরকমে ঠেকিয়ে দিয়েছিলেন সোলারজিক। তবে ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন সাভিনিও। ৩৬তম মিনিটে হালান্ডের শট অল্পের জন্য গোলবার ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর লেস্টারকে হতাশ করে গোলবার। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর প্রথম সুযোগটি পেয়েছিল লেস্টার। গোলকিপারের সামনে ক্রস পেয়ে বলকে জালের পথ দেখাতে পারলেই হতো ভার্ডির। কিন্তু লেস্টার স্ট্রাইকার পা লাগালেন ঠিকই, কিন্তু বল চলে গেল পোস্টের ওপর দিয়ে। লেস্টার ব্যর্থ হওয়ার পর ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। সাভানিওর ক্রসে বল জালের ঠিকানায় পাঠান নরওয়েজিয়ান স্ট্রাইকার।  

সিটির একচেটিয়া আধিপত্যের বিপরীতে কপাল চাপড়ে মাঠ ছাড়তে হয় লেস্টারকে। কারণ শেষদিকেও ভাগ্যকে সঙ্গে পায়নি তারা। ৮৯তম মিনিটে ভার্ডির হেড বারে লেগে বাইরে চলে যায়। শেষদিকে বদলি নেমে খেলায় কিছুটা গতি বাড়ালেও দলের হার এড়াতে পারেননি লেস্টারের বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে দ্বিতীয় জয় পেল সিটি। বাকিগুলোর মধ্যে ৯টিতে হার ও ৩টিতে ড্র দেখেছে তারা।  এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। চারে থাকা চেলসির চেয়ে এখনও ৪ পয়েন্টে পিছিয়ে তারা।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।