ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শ্রদ্ধা-ভালবাসায় কিংবদন্তির শেষ বিদায়

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
শ্রদ্ধা-ভালবাসায় কিংবদন্তির শেষ বিদায়

দেশের ফুটবলের কিংবদন্তি জাকারিয়া পিন্টু। তার মৃত্যুতে শোকাস্তব্ধ ক্রীড়াঙ্গন।

গতকাল সোমবার পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমান তিনি। আজ ক্রীড়াঙ্গনের মানুষরা বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে শেষ বিদায় জানিয়েছেন।

জাকারিয়া পিন্টুর জীবনের সোনালী সময় কেটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে। প্রাণপ্রিয় ক্লাবে আজ সকালে এলেন নিথর দেহে। ঢাকা জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাকে দিয়েছে রাষ্ট্রীয় গার্ড অব অনার। কিংবদন্তি ফুটবলারের মোহামেডান থেকে শেষ বিদায়টা হয়েছে রাজসিকই।

জানাজার আগে ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

ক্রীড়াঙ্গনে দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে জাকারিয়া পিন্টুর। প্রথমটি মোহামেডানে ও দ্বিতীয়টি বাফুফে ভবনের মাঠে। বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংগঠন, পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত এই ফুটবলারকে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।