ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেরু ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুই দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
পেরু ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুই দুঃসংবাদ

প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের ধাক্কা এখনো ঠিকমতো কাটিয়ে উঠতে পারেনি বলা যায়। এর মধ্যেই দুটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা।

চোটের কারণে পেরুর বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না নাহুয়েল মলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো।  

তাই জরুরি ভিত্তিতে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে দলে ডেকেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

প্যারাগুয়ের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত খেলা মলিনা মাসল সমস্যায় ভুগছেন। সেই ম্যাচেই ডান পায়ে চোটের কারণে ইনজেকশন নিয়ে খেলতে নেমেছিলেন রোমেরো। কিন্তু প্রথমার্ধের বেশি খেলতে পারেননি এই ডিফেন্ডার। তার উঠে যাওয়ার ঠিক পরের মিনিটেই জয়সূচক গোলের দেখা পায় প্যারাগুয়ে। আর্জেন্টিনার ক্যাম্প ছেড়ে ইতোমধ্যেই ইংল্যান্ডের বিমান ধরেছেন তিনি।

আগামী ২০ নভেম্বর (বাংলাদেশ সময়) ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে এ ম্যাচে মলিনার জায়গায় শুরুর একাদশে গনসালো মতিয়েল ও রোমেরোর জায়গায় লিওনার্দো বালের্দিকে দেখা যেতে পারে।

এদিকে কাঁধের ইনজুরিতে ভুগছেন নিকোলাস তালিয়াফিকো। তবে তার পরিবর্তে মাঠে নামার জন্য তৈরি আছেন ফাকুন্দো মেদিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৫ পয়েন্ট পেছনে থেকে টেবিলের নয়ে পেরু।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।