ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মালদ্বীপকে এবার হারাতে চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
মালদ্বীপকে এবার হারাতে চায় বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি। অতিথিরা সুযোগ পেয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে।

তবে প্রথম ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার জয়ই চাইছে স্বাগতিকরা।

আজ শনিবার কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষ লড়াইয়ের অপেক্ষা। সন্ধ্যা ৬টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এই ম্যাচে হারতে চান না তপু-সাদরা। আশাভঙ্গের হতাশার পর এবার অন্তত জয় দিয়ে বছরটা শেষ করতে চাইছেন তপু বর্মণ, রাকিব হোসেনরা।  

ম্যাচের আগের দিন শুক্রবার দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘প্রথম ম্যাচের ফলাফলটা আমাদের জন্য হতাশাজনক এবং সেই সঙ্গে বেদনাদায়ক ছিল। ছেলেদের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স আশা করেছিলাম, প্রত্যাশাও ছিল অনেক বেশি; আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু পারিনি। মানসিকভাবে খেলোয়াড়দের জন্য সেটা মেনে নেওয়া সহজ ছিল না। গতকাল (বৃহস্পতিবার) আমরা যে কারণে রিকভারি সেশনে গুরুত্ব দিয়েছি। শারীরিক ও মানসিকভাবে ছেলেরা এখন ভালো আছে। তারা জিমে, সুইমিংপুলে এবং আমাদের ফিজিওর সঙ্গে সেশন করেছে। এই ম্যাচের আগে আবারও ওদের কাছে প্রত্যাশা অনেক; আমি আগামীকালকের দিকে তাকিয়ে আছি এবং জয় খুঁজছি। ’

প্রথম ম্যাচে ১৮তম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। মালদ্বীপের আলি ফাসিরের সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। যদিও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে প্রতপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখেন রাকিব হোসেন, শাহরিয়ার ইমন ও জনিরা। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল পায়নি বাংলাদেশ।  

দ্বিতীয় ম্যাচের আগে খেলোয়াড়দের কাছে কোচের চাওয়াটাও তাই পরিষ্কার, ‘আগের ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে কি বলব, সত্যি বলতে ফিনিশিং জোনে গিয়ে বারবার ফিরে এসেছি, ক্রসে সুবিধা করতে পেরেছি। ম্যাচের বেশিরভাগ সময় ওদের বক্সেও ছিলাম। এটা বলা মুশকিল যে সব দিনই এটা করা যাবে। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে, পুশ করতে হবে, সত্যি বলতে এটা করে যেতে পারলে আশা করি গোল পাবো। ’

ওই দিন বাংলাদেশকে ভুগিয়েছেন মালদ্বীপের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে পাঁচটি সেভ করেছেন তিনি। তারপর বল বারে লেগে ফিরে না এলে ফলাফলটা অন্যরকম হতে পারত। কিন্তু দিনটা বাংলাদেশের ছিল না। ভালো খেলা নয়, অনেকেই চান ফলাফল। যে কারণে ম্যাচ শেষে সমর্থকদের তোপের মুখে পড়েন ফুটবলাররা।  

ফলাফল পক্ষে না এলে এমন রোষানলে পড়তে হবে সেটি জানা দলের মিডফিল্ডার সোহেল রানার, ‘আমরা প্রথম ম্যাচটা আসলে ভালো খেলেছি, তারপরও দিনশেষে আমরা হেরে গেছি। তো আমাদের ভালো খেলাটা কেউ মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। আমরা চাইবো যে কালকের ম্যাচটা জেতার জন্য। এই সামর্থ্য আমাদের আছে। আমি মনে করি, ম্যাচটা আমরা জিততে পারব। ’

প্রথম ম্যাচের ভুল থেকে এবার বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। গোলের জন্য কেবল ফরোয়ার্ডদের ওপর ভরসা নয়, সুযোগ এলে যে কাউকে নিতে হবে দায়িত্ব। এমনটাই বলছিলেন সোহেলে রানা, ‘আসলে প্রথম ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। কারণ গোলের অনেক সুযোগ পেয়েছি কিন্তু আমরা আসলে ওইটা কাজে লাগাতে পারিনি। প্রথম ম্যাচ থেকে আমরা এখন ফোকাস করছি পরের ম্যাচে। আশা করি পরের ম্যাচে আমরা আরো ভালোভাবে ফিরে আসব। '

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।