ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্যালন ডি’অরে কত পয়েন্টে হেরে গেছেন ভিনিসিয়ুস?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ব্যালন ডি’অরে কত পয়েন্টে হেরে গেছেন ভিনিসিয়ুস?

অনেক জল্পনাকল্পনার পর ব্যালন ডি’অর জেতেন স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। যদিও তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়রই।

কেননা রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়নস জিতেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল আলোকিত। কিন্তু তা সত্ত্বেও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সোনালী ট্রফিটি ছুঁতে পারেননি তিনি।

পুরস্কার দেওয়ার দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে। সেখানে দেখা গেল, রদ্রির কাছে মাত্র ৪১ পয়েন্টে হেরে গেছেন ভিনিসিয়ুস।

১১৭০ পয়েন্ট নিয়ে ব্যালন ডি’অর জেতেন রদ্রি। ১১২৯ পয়েন্ট পান ভিনিসিয়ুস জুনিয়র। তিনে থাকা তার ক্লাব সতীর্থ জুড বেলিংহ্যাম অর্জন করেন ৯১৭ পয়েন্ট।  

মৌসুমটা মন্দ কাটেনি রদ্রিরও। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন তিনি। উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপাতে হাত রাখেন এই মিডফিল্ডার। জাতীয় দলের জার্সিতে স্পেনকে চ্যাম্পিয়ন করান ইউরোতে। শুধু তা-ই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। দিনশেষে তার হাতেই উঠল ব্যালন ডি’অর।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।