ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নির্বাচনী ময়দানে সালাউদ্দিনের সঙ্গে ‘নিষিদ্ধ সোহাগ’

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
নির্বাচনী ময়দানে সালাউদ্দিনের সঙ্গে ‘নিষিদ্ধ সোহাগ’

ঢাকা: আর কয়েক ঘণ্টার ব্যবধানে শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন বাফুফে থেকে আজীবন নিষিদ্ধ আবু নাঈম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা।

তার জন্য ভোট চাইতে আজ ডেলিগেটদের জন্য নির্ধারিত হোটেলে গণসংযোগ করতে দেখা গেছে তাকে। শুধু তাই না বাফুফের বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বসে আলাপ করতেও দেখা গেছে তাকে।  

২০২৩ সালের ১৪ এপ্রিল ফিফা দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সোহাগকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয়। এর কিছুদিন পর বাফুফে তাকে আজীবন নিষিদ্ধ করে। বাফুফে থেকে আজীবন নিষিদ্ধ হওয়া ব্যক্তি কিভাবে নির্বাচনী গণসংযোগ করে এই নিয়ে চলছে সমালোচনা।  

এক প্রার্থী বলেন, 'নিষিদ্ধ একজন যিনি ফুটবলকে কলঙ্কিত করেছেন, তিনি কি করে এখানে থাকেন এবং একজন প্রার্থীর জন্য ভোট চান! বাফুফেকে কোন ব্যবস্থা নিতে না দেখে সত্যি অবাক হচ্ছি। '

 

এক কাউন্সিলর বলেন, ' নিষিদ্ধ সোহাগকে এবার হোটেলে এসে ভোট চাইতে দেখে অবাক হয়েছি। এ ছাড়া ফিফা নিষিদ্ধ একজন ব্যক্তি কী করে বারবার ফুটবলের নির্বাচনি কার্যক্রমে আসার সাহস পাচ্ছেন, বোধগম্য নয়। ’

এই বিষয়ে বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন একটি গণমাধ্যমে বলেন, 'বাফুফে কাকে নিষিদ্ধ করেছে, কে নিষিদ্ধ নন সেটা তাদের এখতিয়ার। সুতরাং এ বিষয়ে ব্যাখ্যাটা তারাই দিতে পারবে। তবে নৈতিকতার প্রশ্নে এরকম কারও উপস্থিতি কাম্য নয়। এ ব্যাপারে কোন প্রার্থী অথবা ডেলিগেট যদি আমাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেন, তবে আমরা বাফুফেকে বলতে পারি ব্যবস্থা নেওয়ার জন্য। '

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪ 
এআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।