ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের জয়, মদ্রিচের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের জয়, মদ্রিচের রেকর্ড

এল ক্লাসিকোর আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখছে রিয়াল মাদ্রিদ। গতকাল লা লিগায় সেলতা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে তারা।

যদিও জয়টা খুব সহজে আসেনি। এই ম্যাচে মাঠে নেমেই রিয়ালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলারে পরিণত হয়েছেন লুকা মদ্রিচ। শুধু তা-ই নয়, জয়সূচক গোলটিতে অ্যাসিস্টও করেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

বালাইদোসে ম্যাচের ২০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এদুয়ার্দ কামাভিঙ্গার পাস থেকে দূরপাল্লার শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। পিছিয়ে পড়লেও নিজেদের মাঠে ভালোই সুযোগ তৈরি করছিল সেলতা। বিরতির পর সফলতার দেখা পায় তারা। ৫১ মিনিটে তাদের সমতায় ফেরান উইলিয়ত সোয়েদবার্গ।

এর ১৫ মিনিট পর জয়সূচক গোল পায় রিয়াল। মদ্রিচের নিখুঁত পাসে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এর আগে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এএইচএস    


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।