ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কিরণের মনোনয়নে আপত্তি চঞ্চলের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
কিরণের মনোনয়নে আপত্তি চঞ্চলের

এবারের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ক্রীড়াঙ্গনে কিরণ নামেই পরিচিত তিনি।

এই নাম নিয়েই বেধেছে বিপত্তি আপত্তি তুলেছেন শরিয়তপুর জেলা ফুটবলের ডেলিগেট মোজাম্মেল হক চঞ্চল।

আজ বাফুফের নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন চঞ্চল। অভিযোগে বলা হয়েছে, মনোনয়নে ফর্মে নিজের নাম মাহফুজা আক্তার কিরণ লিখেছেন। তবে প্রার্থীর জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্টে তার নাম মাহফুজা আক্তার। এই নিয়ে আপত্তি তুলেছেন চঞ্চল।

এই অভিযোগ ধোপে টেকেনি। দুই পক্ষের সঙ্গে কথা বলে এই অভিযোগ গৃহীত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। কিরণের মনোয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রার্থীর নমিনেশন ফর্মে তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম থাকার কথা। যদিও নির্বাচনী বিধিমালায় এই বিষয়ে কোনও সুস্পষ্ট ব্যাখ্যা নেই।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।