ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপা দেল রে

ঘুরে দাঁড়ানো জয়ে সেমিতে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ঘুরে দাঁড়ানো জয়ে সেমিতে রিয়াল

হারার আগে হেরে যায় না রিয়াল মাদ্রিদ। এর প্রমাণ অনেকবারই দিয়েছে তারা।

কাল আরও একবার লিখল ঘুরে দাঁড়ানোর গল্প। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে পা রাখল কার্লো আনচেলত্তির দল।

বিরতি কাটিয়ে ৭৭ দিন পর ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুতে খেলতে নামে রিয়াল। কোয়ার্টার ফাইনালের শুরুতে ঠিক গোছানো ফুটবল খেলতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে একের পর এক কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে উঠেছিল আতলেতিকো। যার ফল তারা পায় ১৯ মিনিটে। নাহুয়েল মলিনার ডিফেন্স চেরা পাসে ট্যাপ ইন করে সফরকারীদের এগিয়ে দেন আলভারো মোরাতা।

৩২ মিনিটে রিয়ালকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন এদের মিলিতাও। প্রথমার্ধের শেষ দিকে ফারলা মঁদিকে তুলে নিয়ে দানি সেবায়োসকে নামান কোচ আনচেলত্তি। এরপর খেলায় গতি ফিরে পায় লস ব্লাঙ্কোসরা। যদিও করিম বেনজেমা দুটি ভালো সুযোগ নষ্ট করেন।  

৬৯ মিনিটে ভালভার্দের জায়গায় মাঠে নামেন রদ্রিগো। মাঠে নামার ১০ মিনিটের মাথায় জাদুকরী এক গোলে রিয়ালকে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লুকা মদ্রিচের দেওয়া পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর চার ডিফেন্ডারকে কাটিয়ে শেষে আতলেতিকো গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।  

ম্যাচে ফিরে আরও তেতে ওঠে রিয়াল। অতিরিক্ত ৩০ মিনিটের পুরোটা সময় খেলা নিজেদের নিয়ন্ত্রণের রাখে। কেননা ১০ জন নিয়ে খেলতে হয়েছে আতলেতিকোকে। ৯৯ মিনিটে এদুয়ার্দ কামাভিঙ্গাকে ফাউল করায় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড মাঠ থেকে বের হয়ে যান ডিফেন্ডার স্তেফান সাভিচ। এর পাঁচ মিনিট পরই এগিয়ে যায় রিয়াল। মার্কো আসেনসিওর নিচু ক্রস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান বেনজেমা। ১২০+১ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে রিয়ালের জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র।  

এদিকে দিনের অপর কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারায় আতলেতিকো বিলবাও।
 

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।