ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বিনয়ী’ নেইমারকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
‘বিনয়ী’ নেইমারকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কোচ

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ভদ্রতা-নম্রতার কথা কারও অজানা নয়। ফুটবল মাঠে তিনি যেমন দুর্দান্ত খেলেন তেমনই মাঠের বাইরে বিনয়ী তিনি।

এই কথা অস্বীকার করেননি তারই সাবেক কোচ মাওরিসিও পচেত্তিনো।  

২০২১ সালের ২ জানুয়ারি পিএসজির দায়িত্ব নেন পচেত্তিনো। ক্লাবটির হয়ে দুই বছর দায়িত্ব পালন করেন তিনি। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করে তাদের তোলেন সেমিফাইনালেও। তবে ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেবার স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইন এই কোচের। তার এই দুর্দান্ত যাত্রায় সবচেয়ে বড় অবদান রাখেন নেইমার জুনিয়র।  

পিএসজির হয়ে নিজের কোচিং ক্যারিয়ারে নেইমার কেমন ছিলেন, তার অনেকটাই ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছেন পচেত্তিনো। আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘নেইমার থাকলে সবকিছুই সহজ। খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না। প্রথমদিন থেকেই সে কাজের ব্যাপারে মনোযোগি ছিল। খুব বিনয়ী ছিল। সে ভালোভাবে সব নির্দেশনা শুনে তা ঠিকঠাক মেনে চলতো। ’

‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ভেতরে স্পেশাল কিছু থাকে। তারা ফুটবল খেলতে ভালোবাসে, এটাকে নাচ মনে করে। তারা এমনভাবে খেলে যেন তারা নাচ প্রদর্শন করছে। ’

নেইমারের মধ্যে রোনালদিনহোকে খুঁজে পেয়েছেন পচেত্তিনো, ‘আমি যখন পিএসজিতে ছিলাম রোনালদিনহো আমার সতীর্থ ছিলো। আর এখন নেইমারও (রোনালদিনহোর মতো)। তাদের ভালোলাগা দরকার, ভালোভাবে খেলতে তাদের কেবল খুশি থাকা প্রয়োজন। ’

চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে পিএসজি। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের মোকাবেলা করতে পার্ক দেস প্রিন্সেসে নামবে ফরাসি জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।