ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু বসুন্ধরা কিংসের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
জয়ে শুরু বসুন্ধরা কিংসের

ফেডারেশন কাপে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস।  

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আজ ফর্টিস এফসিকে ২-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।

দলের হয়ে জোড়া গোল করেছেন আসরর গফুরভ। ম্যাচের দ্বিতীয়ার্ধেই হয়েছে গোল দুটি।  

ফর্টিসের বিপক্ষে গত সপ্তাহে লিগেও মুখোমুখি হয়েছিল কিংস। তাতেও একই ব্যবধানে জয় ছিল। শুরু থেকেই ফর্টিসর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিংসরা।  বেশ কিছু আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কিংসের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় তারা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে দেন গফুরভ। ৫৩ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফর্টিস এরপর সমতায় ফেরার জোর চেষ্টা চালালেও অতিরিক্ত সময়ে মিগেল 

যোগ করা সময়ে ফিগেইরার কাটব্যাকে গফুরভের আরেক গোলে জয় নিশ্চিত হয় কিংসের।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে।

আজ দুটি ম্যাচই ছিল ‘বি’ গ্রুপের। এবারের ফেডারেশন কাপ হচ্ছে সপ্তাহের মাঝে কেবল মঙ্গলবারে। গত সপ্তাহে 'এ' গ্রুপের খেলায় জয় তুলে নিয়েছিল শেখ জামাল ও মোহামেডান। ‘বি’ গ্রুপে এখন এগিয়ে কিংস ও চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।