ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘মেসি-ফ্রান্স উভয়েরই বিশ্বকাপ প্রাপ্য’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
‘মেসি-ফ্রান্স উভয়েরই বিশ্বকাপ প্রাপ্য’

ফুটবল বিশ্বকাপ যাচ্ছে কার ঘরে? সে প্রশ্নে এখন দুটি দেশের নাম - আর্জেন্টিনা ও ফ্রান্স।

আগামী রোববার (৯ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মহারণে নির্ধারণ হবে কে চুমু খাচ্ছেন ট্রফিতে? মেসি নাকি লরিস-এমবাপ্পেরা!

এমন আবহে দোটানায় পড়েছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।

কেননা আর্জেন্টিনা দলপতি লিওনেল মেসি তার সাবেক ক্লাব সতীর্থ, খুব কাছের একজন। অন্যদিকে ফ্রান্স তার মাতৃভূমি।

ফাইনালে কোন দলকে সমর্থন করবেন দেম্বেলে? হৃদয়ের দুই আবেগকেই প্রশ্রয় দিলেন দেম্বেলে। বললেন, মেসি ও ফ্রান্স উভয়েরই বিশ্বকাপ প্রাপ্য।

যদিও এ আবেগ কেবল হৃদয় নিংড়ানো ভালোবাসাতেই সীমাবদ্ধ। বাস্তবে অসম্ভব। লিওনেল মেসি বিশ্বকাপ জিতলে ফ্রান্সকে হতে হবে রানার্স-আপ। আবার ফ্রান্স বিশ্বকাপ জিতলে বুকভরা আক্ষেপ নিয়ে বাড়ি যেতে হবে মেসিদের।  

তবু সংবাদ সম্মেলনে দেম্বেলে নিজের আবেগের কথাই জানালেন। বললেন, ‘মেসির বিশ্বকাপ প্রাপ্য। এই টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলছে। আর এই একটা ট্রফিই মেসির অধরা। তবে ফ্রান্সেরও বিশ্বকাপ প্রাপ্য। ’

বার্সেলোনায় মেসির সতীর্থ হয়ে খেলার সেই স্মৃতিচারণ করে দেম্বেলে বলেন, ‘আমি তার সঙ্গে দারুণ চারটি বছর (২০১৭ থেকে ২০২১) কাটিয়েছি। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। তাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি খুবই খুশি। তিনি এমন একজন ফুটবলার, যিনি খুব সাধারণ ও শান্ত এবং যাকে থামানো কঠিন। ’

মেসির কাছ থেকে পাওয়া পরামর্শ নিয়ে দেম্বেলে আরও বলেন, ‘আমি যখন বার্সেলোনায় যোগ দিই, তখন খুবই ছোট ছিলাম। আমি সব সময় ড্রিবল করতে পছন্দ করতাম। তিনি আমাকে শান্ত করেছিলেন এবং বলেছিলেন, প্রতিটি মুহূর্তে ড্রিবলের চেষ্টা করার কোনো মূল্য নেই। কিছু মুহূর্ত থাকে যখন এটা করা ভালো, অন্য সময়ে এটা কাজে দেয় না। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।