ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারকে নিয়ে ব্রাজিলের একাদশ, নেই সান্দ্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
নেইমারকে নিয়ে ব্রাজিলের একাদশ, নেই সান্দ্রো

ইনজুরির কারণে গ্রুপপর্বের প্রথম ম্যাচের পরই ছিটকে গিয়েছিলেন নেইমার জুনিয়র ও দানিলো। এই দুইজন ছাড়া গ্রুপপর্ব পেরোলেও কষ্ট করতে হয়েছে ব্রাজিলকে।

শেষ ষোলোতে এসে অবশ্য সুপারস্টার নেইমারকে পাচ্ছে সেলেসাওরা। থাকছেন দানিলোও।

এদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নিয়মিত লেফট-ব্যাক আলেক্স সান্দ্রো। যে কারণে শেষ ষোলোর প্রথম ম্যাচে মাঠা নামা হয়নি তার। এই ম্যাচে তার বদলে খেলবেন রাইট-ব্যাক দানিলো। রাইট-ব্যাক হিসেবে থাকবেন মিলিতাও।

ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন বেকার, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, দানিলো, এদার মিলিতাও, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনিয়া, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।