ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দ.কোরিয়ার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
দ.কোরিয়ার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। তাই গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়মরক্ষার।

তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়ে আছে অনিশ্চয়তা।

গত বুধবার কোনো অনুশীলন করেননি পর্তুগিজ অধিনায়ক। রিকভারির জন্য জিমে নির্দিষ্ট কিছু ব্যায়াম করে সময়টা কাটিয়ে দেন তিনি। আগামীকাল রোনালদো খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে নিশ্চয়তা দিতে পারলেন না কোচ সান্তোসও।

তিনি বলেন, ‘তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমরা দেখব কী হয়। আজ কেমন অনুশীলন করে সেটার ভিত্তিতেই তার খেলা না খেলা নির্ভর করছে। সে না থাকলে আমাদের পরিকল্পনা আছে। ’

উরুগুয়ের বিপক্ষে থাই ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ডিফেন্ডার নুনো মেন্দেসের। মাঠ থেকে ডাগআউটে ফেরার পথে অশ্রু ভেজা চোখে দেখা গেছিল তাকে।
সান্তোস বলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে তার বিশ্বকাপ এখানেই শেষ, তবে সে আমাদের সঙ্গেই থাকবে। এটা তার ইচ্ছা, তার ক্লাবও এতে সায় দিয়েছে। এখান থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে সে। ’

নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখবেন সান্তোস, ‘সব খেলোয়াড়ের প্রতি পুরো আস্থা আছে আমার। ইতিমধ্যেই আমি তিন খেলোয়াড়কে হারিয়েছি। দেখি অন্যান্যরা কেমন করে। চার দিনে একটি করে ম্যাচ খেলা কঠিন, খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তি মানসিক চাপ বয়ে আনে এবং চাপ বয়ে আনে ইনজুরি। গ্রুপের শীর্ষে থেকে শেষ করাটা গুরুত্বপূর্ণ। কারণ সেরা প্রস্তুতি নেওয়ার জন্য একটা দিন বেশি পাব আমরা। ’

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।