ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার আলভারেসের গোল, আর্জেন্টিনা এগিয়ে গেল দুই গোলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
এবার আলভারেসের গোল, আর্জেন্টিনা এগিয়ে গেল দুই গোলে

শুরুতে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। হতাশায় পুড়ল আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেই পেল গোলের দেখা। বল জালে জড়ালেন ম্যাক অ্যালিস্তার। এবার আর্জেন্টিনাকে স্বস্তির গোল এনে দিয়েছেন হুলিয়ান আলভারেস।  

প্রথমার্ধে বারবার বাধা হয়ে দাঁড়ানো পোলিশ গোলকিপার সেজনি দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করেন। ৪৭ মিনিটে মলিনার পাস থেকে দারুণ দক্ষতায় আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক আলিস্তার।   

প্রথম গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। তার ফলও পেয়ে যায় তারা। ফার্নান্দেসের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলভারেস।  

এর আগে প্রথমার্ধে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। কিন্তু মেসির শট ঠেকিয়ে দেন পোল্যান্ড গোলরক্ষক।  

বাংলাদেশ সময় : ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।