ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ফুলটির নাম ডাকুর

রাজীন চৌধুরী, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
ফুলটির নাম ডাকুর

ডাকুর একটি ফুলের নাম, যাকে আমরা কাঠমালতী বলি। এ ফুলের পাপড়ি হয় পাঁচটি।

দেখতে অনেকটা জুঁই ফুলের মতো।

শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই গাছটিতে হালকা গোলাপি রঙের ফুল তারার মতো জ্বলজ্বল করে।

ডাকুর হচ্ছে বাংলা নাম।  এর প্রচলিত নাম সার্ব ভিনেকা, পিংক কপসিয়া এবং পিংক গার্ডেনিয়া। এ ফুলগুলোর বিভিন্ন জাত এখন বাংলাদেশে পাওয়া যায়। কিছু আছে হালকা গোলাপি বর্ণের, তবে পাপড়ির গোড়ার দিকে গাঢ় গোলাপি।

কিছু আছে ৩-৪ টা গাঢ় রঙের ডাকুর একই ডালে ফুটে থাকে, তবে পাপড়ির গোড়ার দিকের রংয়ের পরিবর্তন থাকে। গুল্ম জাতীয় উদ্ভিদের এ স্নিগ্ধ ফুলটি নয়নতারার নিকট সম্পর্কীয়। ঝোপ জাতীয় এ গুল্মকে বাড়তে দিলে ৪ মিটারের মতো লম্বা হয়।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।