ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম

ফিচার ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম আইনস্টাইন

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার, ১৪ মার্চ ২০২১, ২৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৮৯১: ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোজাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯২৫: প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩১: ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৫৫: ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।
১৯৭৫:  রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আসেন।
১৯৯০: মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০৭: নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।

জন্ম

১৮৭৯: অ্যালবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী প্রখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী

অ্যালবার্ট আইনস্টাইন ১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানির উল্‌ম শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দু’টি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc2 (যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ হিসেবে খ্যাত) আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

আইনস্টাইন তার জীবনে শত শত বই এবং গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তিনি তিন শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং ১৫০টি অবৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। ২০১৪ সালের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং সংরক্ষণাগারগুলো ঘোষণা করে, আইনস্টাইনের প্রকাশিত গবেষণাপত্রে ৩০ হাজারেরও বেশি অনন্য নথি রয়েছে।

১৯৫৫ সালের ১৮ এপ্রিল বিশ্বখ্যাত এ বিজ্ঞানীর মৃত্যু হয়।

১৮৮৪: পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী
১৯৬৫: আমির খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
১৯৬৫: রোহিত শেঠী, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক

মৃত্যু
১৬৮২: ইয়াকব ভ্যান রাইস্‌ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী
১৮৮৩: কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা
১৮৯৯:  হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন
১৯৭৫: যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি
১৯৯৫: উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী
১৯৯৭: বাঙালি কবি ও লেখক সামসুল হক
২০১৮: স্টিফেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।