ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নাট্যকার আর্থার মিলারের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
নাট্যকার আর্থার মিলারের জন্ম আর্থার মিলার

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার। ০২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ। ১৭ সফর ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৮৪৬- সাপ্তাহিক দর্পণ প্রকাশ।
১৯০৫- বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
১৯১৪- গ্রিস ও এশিয়া মাইনরে ভয়াবহ ভূমিকম্পে তিন হাজারেরও বেশি লোকের প্রাণহানি।
১৯৩৬- ইরান ও তুরস্কের মধ্যে শান্তি চুক্তি।
১৯৮৮- সিউলে ১৬০ দেশের অংশগ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন।
জন্ম
১৫৭৭- ইতালির চিত্রশিল্পী ক্রিস্টফানো আলরি।
১৮১৭- ভারতের রাজনীতি-শিক্ষাবিদ স্যার সৈয়দ আহমদ খান বাহাদুর।
১৯০০- আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জাঁ আর্থার।
১৯১৫- মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক আর্থার মিলার। নিউইর্য়কে জন্ম নেওয়া মিলারের বাবা ছিলেন ব্যবসায়ী আর মায়ের ছিল পোশাক তৈরির কারখানা। ছাত্রজীবনেই নাটক লিখে বেশ কয়েকটি পুরস্কার পান তিনি। পরে বেতার নাটক লেখা শুরু করেন। অল্ মাই সন্‌স্ (১৯৪৭) এবং ডেথ্ অব এ সেল্‌স্‌ম্যান (১৯৪৯) লেখার জন্য তিনি নিউইয়র্কের নাটক সমালোচনা সমিতির পুরস্কার লাভ করেন। শেষোক্ত বইটির জন্য তিনি পুলিৎজার পুরস্কারও লাভ করেন। এ নাটকটি চারিদিকে দারুণ সাড়া ফেলে নাটকটি। ‘ডেথ্ অব এ সেল্‌স্‌ম্যান’ নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র এবং টিভি সিরিজও। তার রাজনৈতিক নাটক ‘ক্রুসিবল’ বেশ আলোচনা তৈরি করেছিল। এটি নিয়ে নির্মিত হয় সিনেমাও, যার চিত্রনাট্য লিখে মিলার অস্কার পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছিলেন। রচনায় মানবতাবাদী বিষয় তুলে ধরা এ নাট্যকার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার নাটকগুলো আসলে আমার আত্মজীবনী। ’
১৯২০- স্প্যানিশ সাংবাদিক ও লেখক মিগুয়েল ডেলিবেস।
১৯৬৫- শ্রীলঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা।
১৯৭০- ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।
১৯৮০- পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।
মৃত্যু
১৫৮৬- ইংরেজ সভাসদ ও কবি ফিলিপ সিডনি।
১৮৩৭- অস্ট্রিয়ান পিয়ানোবাদক ও সুরকার জহান নেপমুক হুমেল।
১৮৪৯- পোলিশ পিয়ানোবাদক ও সুরকার ফ্রেদেরিক ফ্রান্সিস শোপাঁ।
১৮৮৯- রুশ সাহিত্যিক নিকোলাই চেরনিশেভস্কি।
১৯৩৪- নোবেলজয়ী স্প্যানিশ জীববিজ্ঞানী শান্তিয়াগো রামন হাই কাজাল।
২০১২- আমেরিকান ইতিহাসবিদ ও লেখক হেনরি ফ্রিডলাডের।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।