ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বন্দে আলী মিয়ার জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বন্দে আলী মিয়ার জন্ম বন্দে আলী মিয়া

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৫ ডিসেম্বর, ২০১৭, শুক্রবার। ০১ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৫১৬ - স্পেনের প্রথম অভিবাসী দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার উপকূলে প্রবেশ করে।
১৬৪০ - পর্তুগালের রাজা হিসেবে চতুর্থ জোহানের অভিষেক।
১৮৫৭ - সিলেটের সিপাহীদের বিদ্রোহ হয়।
১৯০৬ - লন্ডনের পাতাল রেলপথ চালু।
১৯১৪ - গ্যাস বিস্ফোরণে জাপানের মিতসুবিসি কয়লা খনিতে ৬৮৭ জন নিহত।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে সার্বিয়ার সেনাবাহিনী অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে বেলগ্রেড দখল করে।
১৯২৮ - যুক্তরাজ্যে সর্বপ্রথম টিভি নাটক প্রদর্শিত হয়।
১৯২৯ - কলকাতায় কবি নজরুলকে গণসংবর্ধনা দেওয়া হয়।
১৯৪১ - আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়।
১৯৪১ - ইউক্রেনের কিয়েভে জার্মান সেনাবাহিনী ১৫ হাজার ইহুদিকে হত্যা করে।
১৯৪৫ - জাপান দখলের পর জেনারেল ডগলাস ম্যাকআর্থার শিন্তো ধর্মকে জাপানের রাষ্ট্র ধর্ম বাতিল করেন।
১৯৬৫ - বাংলাদেশে কক্সবাজার ও সংলগ্ন সমুদ্র তীরবর্তী এলাকা জলোচ্ছ্বাসসহ তীব্র ঘূর্ণিঝড়ের শিকার হয়। এতে প্রায় এক হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৭০ - সোভিয়েত মহাকাশযান ভিনিরা-৭ সফলভাবে ভেনাসে ল্যান্ড করে।
১৯৭৬ - সামোয়া জাতিসংঘের সদস্য পদ পায়।
১৯৯৩ - সাত বছর আলোচনার পর ১১৭টি দেশ বিশ্ববাণিজ্য সংক্রান্ত চুক্তি গ্যাট (জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ) চুক্তিতে সম্মত হয়।
১৯৯৪ - পালাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
২০০৬ - ঢাকার ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি ভবনের উদ্বোধন করা হয়।

জন্ম
৩৭ – নিরো, রোমক সম্রাট।
১৬২৬ - গ্রেগরি কিং, ইংরেজ পরিসংখ্যানবিদ।
১৭৯৭ -উইলিয়াম ইয়েটস, শিক্ষাবিদ, বহু ভাষাবিদ ও বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ।
১৮৫৯ - লুডভিক লাযারুস জামেনহোফ, পোল্যান্ডের প্রখ্যাত চিকিৎসক, সাহিত্যক ও ভাষাবিদ।
১৮৭০ - জোসেক হফম্যান, মার্কিন স্থপতি।
১৯০৬ - বন্দে আলী মিয়া, বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। জন্ম- পাবনা জেলার রাধানগর গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে। তার রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে। তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপূণ্যের পরিচয় দিয়েছেন। বিশেষ করে প্রকৃতির বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৬৫ সালে প্রেসিডেন্ট পুরস্কার, ১৯৭৮ সালে রাজশাহীর উত্তরা সাহিত্য মজলিস পদক লাভ করেন। তিনি মরণোত্তর একুশে পদকেও ভূষিত হন। ১৯৭৯ সালের ১৭ জুন রাজশাহীতে তার মৃত্যু হয়।
১৯১৬ - মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ জীবন-পদার্থবিজ্ঞানী।

মৃত্যু
১২৬৩ - চতুর্থ হ্যাকন, নরওয়ের রাজা।
১৯২৫ - শশীপদ বন্দোপাধ্যায়, প্রগতিবাদী সমাজসেবী।
১৯৪০ - মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, লেখক ও সাংবাদিক। তিনি শিক্ষা সংস্কারের মাধ্যমে পশ্চাৎপদ মুসলমানদের অগ্রগামী করেন।
১৯৫০ - বল্লভভাই প্যাটেল, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা।
১৯৬৬ - ওয়াল্টার এলিয়াস ডিজনি (ওয়াল্ট ডিজনি), মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কণ্ঠ শিল্পী ও অ্যানিমেটর।
২০০৬  - নিতুন কুণ্ডু, বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনএইচটি/এএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।