ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

শিবরামের জন্ম, আল বিরুনির প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
শিবরামের জন্ম, আল বিরুনির প্রয়াণ শিবরাম চক্রবর্তী ও আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৩ ডিসেম্বর, ২০১৭, বুধবার। ২৯ অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৬৪২ - পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন।
•    ১৭৩৪ - ইংল্যান্ড ও রাশিয়া বাণিজ্য চুক্তি করে।
•    ১৮৭০ - পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ দখলের উদ্দেশ্যে ফ্রান্সের আগ্রাসী অভিযান শুরু হয়।
•    ১৮৭৯ - মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ঢাকা মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ওবায়দুল্লাহ সোহরাওয়ার্দী।
•    ১৮৮৯ - বেলজিয়ামে নারী ও শিশুশ্রম বিষয়ে আইন জারি।
•    ১৯২১ - ওয়াশিংটন সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহাসাগর চুক্তি স্বাক্ষরিত হয়।
•    ১৯৩৭ - চীনের নানচিং শহরে জাপানি সেনাবাহিনী গণহত্যা শুরু করে। বিশ্ব-কাঁপানো এ গণহত্যায় তিন লক্ষাধিক লোকের প্রাণহানি হয়।
•    ১৯৮৮ - কঙ্গোর ব্রাজাভিলে নামিবিয়ার স্বাধীনতা ও অ্যাঙ্গোলার শান্তিসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে অ্যাঙ্গোলা, কিউবা ও দক্ষিণ আফ্রিকা।
•    ২০০৩ - ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন দেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের হাতে গ্রেপ্তার হন।

জন্ম
•    ১৯০৩ - শিবরাম চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক। কবিতা দিয়ে তিনি সাহিত্য জীবন সূচনা করেন। ১৯২৯ সালে প্রকাশিত হয় তার কবিতার কবিতার বই- ‘মানুস’ ও ‘চুম্বন’। এরপর প্রবন্ধ, নাটক ও অজস্র হাসির গল্প রচনা করেন। তার সর্বাধিক আলোচিত উপন্যাস ‘বাড়ি থেকে পালিয়ে’। তার অমর সৃষ্টি ‘হর্ষবর্ধন গোবর্ধনের গল্প’ আজও পাঠকমহলে সমানভাবে সমাদৃত। প্রবন্ধ, গল্পের পাশাপাশি তিনি কিছু রম্য গোয়েন্দাকাহিনীও লিখেছিলেন। তার গোয়েন্দার নাম কল্কেকাশি। ১৯৮০ সালের ২৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
•    ১৭৯৭ - হাইনরিখ হাইন, জার্মান কবি।
•    ১৯৮৭ - নাজমুন মুনিরা ন্যান্সি, বাংলাদেশি সংগীতশিল্পী।

মৃত্যু
•    ১০৪৮ - আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, পারস্যের শিক্ষাবিদ, গণিতবিদ, জোত্যির্বিদ, পৃথিবীর প্রথম ইন্ডিওলজিস্ট। জন্ম- ৯৭৩ সালে। তিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তাধারার অধিকারী ছিলেন। তিনি ছিলেন গণিত, জ্যোতিঃপদার্থবিদ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী। অধিকন্তু ভূগোলবিদ, ঐতিহাসিক, পঞ্জিকাবিদ, দার্শনিক এবং চিকিৎসা বিজ্ঞান, ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক। স্বাধীন চিন্তা, মুক্তবুদ্ধি, সাহসিকতা, নির্ভীক সমালোচক ও সঠিক মতামতের জন্য যুগশ্রেষ্ঠ বলে স্বীকৃত। তিনি সর্বপ্রথম প্রাচ্যের জ্ঞান-বিজ্ঞান, বিশেষ করে ভারতের জ্ঞান-বিজ্ঞানের প্রতি মুসলিম মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।  
•    ১৫৬০ - দ্বিতীয় ক্যালিস্টাস, পোপ।
•    ১৭৮৪ - স্যামুয়েল জনসন, ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা।
•    ১৯৩০ - বিনয় বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।
•    ১৯৯২ - সতীনাথ মুখোপাধ্যায়, বাঙালি সঙ্গীতশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক।
•    ১৯৯৬ - চাও ইউ, চীনের নাটকের প্রতিষ্ঠাতা।
•    ২০১১ - কবীর চৌধুরী, বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক। জীবন, শিল্প, সমাজ, সংস্কৃতি, রাজনীতি নানা বিষয় নিয়ে তিনি লিখেছেন। তিনি সরকার কর্তৃক দেশের জাতীয় অধ্যাপক পদ লাভ করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।