ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

নারীদের বেশি ঘুমের প্রয়োজন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
নারীদের বেশি ঘুমের প্রয়োজন!

ঢাকা: নারী বা পুরুষ কার বেশি ঘুম দরকার? বিতর্ক একটু থাকতেই পারে। তবে গবেষকরা বলছেন, পুরুষের চেয়ে নারীদের ঘুম বেশি প্রয়োজন।



গবেষণা অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের গড়ে ২০ মিনিট বেশি ঘুমানো প্রয়োজন। কারণ, ঘুমের ফলে নারীদের ব্যস্ত ও বিভিন্ন কাজে নিয়োজিত মস্তিষ্ক শিথিল হয়।

ঘুমের অন্যতম প্রধান কাজ মস্তিষ্কের পুনর্গঠন ও মেরামত করা। অধ্যাপক জিম হর্ন ইংল্যান্ডের লাফব্রোরো বিশ্ববিদ্যালয়ের স্লিপ রিসার্চ সেন্টারের পরিচালক।

তিনি জানান, গভীর ঘুমের সময় মস্তিষ্কের কর্টেক্স ও ইন্দ্রিয়ের মধ্যকার যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের এই অংশটি চিন্তা, ভাষা ও আরও অনেক সংবেদক নিয়ন্ত্রণ করে।
Sleep
তাই দিনে যত বেশি মস্তিষ্কের ব্যবহার হবে তত বেশি বিশ্রামের প্রয়োজন। অধিকাংশ নারীরা একই সময়ে বিভিন্ন কাজ করেন। তাই তাদের মস্তিষ্ক একসঙ্গে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কর্মক্ষম ও সক্রিয় থাকে।

গবেষণায় দেখা যায়, যেসব নারী কম ঘুমান তাদের অনেকেই মানসিক অবসাদ, হিংসাপরায়ণ ও রাগী মনোভাবের হন।

তথ্যসূত্র: ইন্টারনেট।


বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।