ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

৩০ হাজার বোতলের মুখ দিয়ে ভ্যান গগের চিত্রকর্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
৩০ হাজার বোতলের মুখ দিয়ে ভ্যান গগের চিত্রকর্ম

ঢাকা: পানি বা সফট ড্রিঙ্ক খাওয়ার পর বোতল আর বোতলের মুখের জায়গা হয় ময়লার ঝুড়িতে। তবে এবার বোতলের মুখ ফেলে না দিয়ে তৈরি করতে পারেন বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের চিত্রকর্ম।



তাইওয়ানের তাইজং শহরের একটি মাধ্যমিক স্কুলের ৫০ জন শিক্ষার্থী ৩০ হাজারেরও বেশি বোতলের মুখ দিয়ে ভ্যান গগের সেরা শিল্পকর্ম ‘স্টারি নাইট’ তৈরি করেছেন।

ভ্যান গগের চিত্রের হুবহু অনুকরণে ৫.৪ মিটার বা প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও ৩.৬ মিটার বা প্রায় ১২ ফুট প্রশস্ত ছবিটি তৈরি করা হয়। স্কুলের ড্রইং শিক্ষক উ কুইংচুয়ানের তত্ত্বাবধানে গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) তারা ছবিটি সম্পন্ন করেন।  

ফেলে দেওয়া উপকরণকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে জনমত তৈরি করতে কুইংচুয়ান এ উদ্যোগ নেন।

এছাড়াও শিক্ষার্থীদের সৃজনশীল করে তোলার পেছনেও কুইংচুয়ানের ভাবনাটি ছিলো অসাধারণ।

গ্রীষ্মের শুরু থেকে শিক্ষার্থীরা বোতলের মুখ জমিয়েছেন। পরে রঙ অনুযায়ী সেগ‍ুলোকে আলাদা করা হয়।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।