ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ফিরে দেখা-২০১৫

প্রাণীতে প্রাণী পারাপারের বছর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
প্রাণীতে প্রাণী পারাপারের বছর!

ঢাকা: চলতি বছর ছিলো প্রাণীতে সওয়ার হয়ে প্রাণী পারাপারের বছর। মানে, আকাশপথ, স্থলপথ অথবা জলপথ- এক প্রাণী পিঠে করে পার করেছে আরেক প্রাণীকে।

কেবল বন্ধুসুলভ প্রাণীদের মধ্যেই নয়, দা-কুমড়া সম্পর্কে প্রাণীদের মধ্যেও বিদ্যমান ছিলো এ সম্পর্ক!

সারাবছরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনার ছবি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাহলে বলাই যায়, ২০১৫ ছিলো এনিমেল রাইডিংয়ের বছর। ছবিগুলো দেখে নেবো-


কাঠঠোকরার পিঠে বেজি
চলতি বছরের মার্চে বাদামি এক বেজিকে দিব্যি পিঠে চড়িয়ে পূর্ব লন্ডনের হর্নচার্চ কান্ট্রিপার্কের ওপর দিয়ে উড়েছে এক কাঠঠোকরা। তাদের দু’জনের ছবি তুলেছেন ফটোগ্রাফার মার্টিন লে মেই।


ঈগলের পিঠে কাক
জুলাই মাসের ঘটনা। সেদিন সকালে ওয়াশিংটনের সমুদ্রপাড়ে খাদ্যের সন্ধানে উড়ে বেড়াচ্ছিলো বাল্ড ঈগলটি। ঈগলের পেছন পেছন আসছিলো কাক মহাশয়। কী ভেবে সে চেপে বসলো ঈগলের পিঠে। ঈগলে সওয়ার কাকের ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী ফু চ্যান।


গুবরে পোকার পিঠে ব্যাঙ
ব্যাঙকুমার চড়ে বসলেন গুবরে পোকার পিঠে। ফ্লাইং ফ্রগ নামের হলুদ ব্যাঙটি পিঠে বসে গুবরে পোকার শিং ধরে ছিলো। ইন্দোনেশিয়ার কালিমান্টন বারাটের নিজ বাসস্থানের সামনে থেকে ছবিগুলো তুলেছেন হেন্ডি এমপি।


কুমিরের পিঠে রেকন
দু’পায়ে ভর করে রেকন সাক্ষা‍ৎ মৃত্যুদেবতার পিঠে চড়েই পাড়ি দিচ্ছে নদী। ফ্লোরিডার জঙ্গল থেকে ছবিটি তুলেছেন আলোকচিত্রী রিচার্ড জোনস। ওকালা ন্যাশনাল ফরেস্টে প‍ারিবারিক ভ্রমণের সময়ই এ দৃশ্য চোখে পড়ে তার।


ব্যাঙের পিঠে ইঁদুর
ইঁদুরকে বাঁচাতে ব্যাঙের এই পদক্ষেপ। বারক্রফট মিডিয়া ইন্ডিয়ার আলোকচিত্রী হুসাইন দেখেন পানিতে হাবুডুবু খাওয়া ইঁদুরকে সুন্দরমতো পিঠে তুলে নিলো ব্যাঙটি। ইঁদুরও জানপ্রাণ দিয়ে আ‍ঁকড়ে ধরে ছিলো ব্যাঙের মাথা। পুকুরপারে নিরাপদে পৌঁছানোর পর ইঁদুর ঝোঁপের দিকে ছুটলো আর ব্যাঙ ফিরে গেলো পুকুরে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।