ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

হাতিযুদ্ধ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
হাতিযুদ্ধ! ছবি: সংগৃহীত

ঢাকা: আধিপত্য বিস্তারে ক্ষিপ্র দুই হাতিতে যুদ্ধ বেঁধেছে। ধপাধপ পা ফেলে মাটিতে ধুলো উড়িয়ে ঘুরে ঘুরে একে অপরকে তাড়া করেছিলো তারা।


দু’জনই দু’জনকে বোঝাতে চাইলো, খুব খারাপ কিছু হতে যাচ্ছে।


নাটকীয় এ ঘটনার দৃশ্যায়ন করেছেন ক্যাথরিন ব্যাককেইন নামের এক পর্যটক। লস অ্যাঞ্জেলস থেকে অ‍াগত এ পর্যটক ছুটিতে নভেম্বরে বোতসোয়ানা সাফারিতে এসেছেন।

বোতসোয়ানার ওকাভাঙ্গো অববাহিকায় আফ্রিকার ঘটনা।


ক্যাথরিন জানান, হাতি দু’টো কয়েক মিনিট তুমুল যুদ্ধ করে। দু’জনই বরাবর প্রমাণ করতে চাইছিলো কার শক্তি বেশি। একে অপরকে ঝোঁপের দিকে কখনও বা গাছের সঙ্গে চেপে ধরছিলো। ‍


যুদ্ধ করতে করতে রক্তারক্তি হয়ে গেলো এক পর্যায়ে। ক্যাথরিন জানান, তাদের আহত অবস্থায় দেখ‍াটা কষ্টদায়ক ছিলো।


সবশেষে তিনি বলেন, আমি প্রাণী, ফটোগ্রাফি ও ভ্রমণ ভালোবাসি। অ‍াফ্রিকায় যাওয়া মানেই এ সবগুলো ভালোলাগার সংমিশ্রণ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।