ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ওজন কমান রাতারাতি!

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ওজন কমান রাতারাতি!

ঢাকা: র‍াতারাতি ওজন কমাতে চান? কিচ্ছু করতে হবে না, শুধু একটি পানীয় নিয়ম করে পান করলেই চলবে। স‍ুস্বাদু এ পানীয়টি দ্রুত ওজন ও ফ্যাট কমাতে খুবই উপকারি।



উপকরণ
•    কুসুম গরম পানি - ২৪০ মিলিলিটার
•    আপেল সাইডার ভিনেগার - এক টেবিল চামচ
•    লেবু – একটি
•    গোলমরিচ গুঁড়া – ১/৪ চা চামচ

স্বাস্থ্য গুণাগুণ
•    গোলমরিচ – দ্রত বিপাক ঘটায় ও হজম উন্নত করে।
•    আপেল সাইডার ভিনেগার – চর্বি কাটাতে উদ্দীপকের কাজ করে।
•    লেবু – ফ্যাট ঝরায় ও শরীর পরিশোধন করে।

প্রস্তুত প্রণালী
হালকা গরম পানিতে লেবুর খোসা কেটে দিন। লেবুর রস মিশিয়ে দশ মিনিট মিশ্রণটি ঢেকে রাখুন। দশ মিনিট পর আপেল সাইডার ভিনেগার ও গোলমরিচ গুঁড়া দিয়ে মিশ্রণটি ভালোভাবে নাড়ুন।

তিনবেলা খাবারের আগে ও পরে পানীয়টি পান করুন। খুব অল্পদিকে পরিবর্তন বুঝতে পারবেন।

সুস্থ থাকুন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।